এবি ব্যাংক সম্প্রতি ব্যাংকের ট্রেনিং একাডেমিতে এডি ব্রাঞ্চের ট্রেড অফিসিয়ালদের জন্য “প্রিভেনশন অব ট্রেড বেইজড মানি লন্ডারিং (টিবিএমএল)” শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণের আয়োজন করেছে। এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল আলম প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিআইবিএম-এর অধ্যাপক শাহ মোঃ আহসান হাবীব, বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক কামাল হোসেন এবং যুগ্ম পরিচালক রোকন-উজ-জামান রিসোর্স পারসন হিসেবে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এবি ব্যাংক ব্যাংকের ট্রেনিং একাডেমিতে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন
প্রকাশঃ