শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে

প্রকাশঃ

কিছুদিন পরই চাকরির জটিল প্রতিবেদন প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। এর আগে ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে দেশটির মুদ্রা ডলারের দাম। এতে ভারতের মুদ্রা রুপির মূল্য হ্রাস পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২ সেপ্টেম্বর) দিনের শুরুতে প্রতি ডলার বিক্রি হচ্ছে ৭৯ দশমিক ৬৮ থেকে ৭৯ দশমিক ৭০ রুপির মধ্যে। গত সেশনে যা ছিল ৭৯ দশমিক ৫৫৫০ রুপি।

এক সেশনের ব্যবধানেই ডলারের বিপরীতে রুপির মূল্যমান বেশ কমেছে। কয়েক দিন ধরেই এ ধারা অব্যাহত আছে।

মুম্বাইভিত্তিক ব্যাংকে এক ব্যবসায়ী বলেন, সম্প্রতি রুপির রেকর্ড দরপতন ঘটে। পরে সেখান থেকে ঘুরে দাঁড়ায় ভারতীয় মুদ্রা। তবে তা স্থিতিশীল রাখতে এখন কী করা উচিত তা নিয়ে ‘সিদ্ধান্তহীনতায়’ ভুগছে বাজার।

বৃহস্পতিবার ডলার সূচক বৃদ্ধি পেয়ে ১১০-এ গিয়ে দাঁড়ায়। তাতে অন্যান্য মুদ্রাও দর হারাচ্ছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ