শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৪ কোটি টাকা সহায়তা প্রদান

প্রকাশঃ

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত গৃহহীনদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্প আশ্রয়ণ-২-এ ৪ কোটি টাকা সহায়তা দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। গত ১৫ জানুয়ারি ২০২৩ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট অনুদানের চেক তুলে দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। ইউসিবি পিএলসি এর সিএসআর কার্যক্রমের অধীনে ব্যাংক এ আর্থিক সহায়তা প্রদান করেছে।

চেক প্রদান অনুষ্ঠানে ইউসিবি এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান বলেন, তৃণমূল দরিদ্র মানুষের ঠিকানা গড়ে দেবার এই মহতী উদ্যোগে শরিক হতে পেরে ইউসিবি সম্মানিত।

উল্লেখ্য, ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মডেল’-এর অন্তর্ভুক্ত পিছিয়ে পড়া ছিন্নমূল মানুষকে মূলধারায় আনার জন্য সারা দেশের গৃহহীন-ভূমিহীন মানুষের জন্য বাসস্থান নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্প (আশ্রয়ণ-২ প্রকল্প নামেও পরিচিত) পরিচালিত হচ্ছে।

এর আগে কোভিড-১৯ আক্রান্তদের মাঝে সহায়তা দিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সহায়তা দিয়েছে ইউসিবি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ