মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৭৭তম সভা

প্রকাশঃ

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৭৭তম সভা ১৮ জুন ২০২৩ইং তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের কয়েকজন সম্মানিত পরিচালক ও শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির সম্মানিত সদস্য উক্ত সভায় ডিজিটাল প্ল্যাটফর্মে (ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে) অংশগ্রহণ করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির সম্মানিত চেয়ারম্যান আল্লামা মুফতী শাহেদ রহমানী। সভায় বাংলাদেশ ব্যাংক-এর সংশোধিত শরীয়াহ্ গাইডলাইন পর্যালোচনাসহ ব্যাংকের বিনিয়োগ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির সম্মানিত সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, জনাব মাওলানা মোহাম্মাদ সাদেকুল ইসলাম, জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমাদ, ব্যারিস্টার মোঃ আরিফুর রহমান, ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ, পরিচালক জনাব মোঃ নাছির উদ্দিন খান, মিসেস জেবুন নাহার, স্বতন্ত্র পরিচালক জনাব নাসির উদ্দিন আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ, জনাব মিঞা কামরুল হাসান চৌধুরী ও জনাব এম. আখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ, জনাব মোঃ নাজিমউদ্দৌলা ও জনাব এম. এম. সাইফুল ইসলাম এবং ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির সদস্য সচিব জনাব মাওলানা মোঃ ফরিদ উদ্দিন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে যথারীতি সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং ইসলামী ব্যাংকিং-এর যথাযথ বাস্তবায়ন ও পরিপালনের উপর গুরুত্ব আরোপ করে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দো‘আ ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ