শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

যমুনা ব্যাংকে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস সেমিনার

প্রকাশঃ

যমুনা ব্যাংক পিএলসি এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হলো সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস এর উপর এক বিশেষ সেমিনার। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। ব্যাংকের সাইবার অ্যাওয়ারনেস ও প্রস্তুতির উপর বিস্তারিত আলোকপাত করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও সিস্টেম এনালিস্ট জনাব এস এম তোফায়েল আহমেদ। এছাড়াও সেমিনারে ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে বক্তব্য রাখেন এপনিকের নির্বাহী কমিটির সদস্য জনাব সুমন আহমেদ সাবির। এ সময় ব্যাংকের বিভাগীয় প্রধানগণ সহ ব্যাংকের CIRT সদস্য, শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারীগণ ভার্চুয়াল প্লাটফর্মের দ্বারা সেমিনারে অংশগ্রহণ করেন। বক্তাগণ সাইবার নিরাপত্তা যথাযথভাবে অবলম্বনের গুরুত্ব ব্যাখ্যার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীগণকে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্লেষণধর্মী পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য যে, বর্তমান বিশ্বের সাইবার আক্রমণ ও ঝুঁকির পরিপ্রেক্ষিতে কর্মচারীদের মধ্যে সাইবার সচেতনতা বাড়াতে যমুনা ব্যাংক পিএলসি এ বছরের অক্টোবর মাসব্যাপী সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস কর্মসূচী পালন করছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ