ডেঙ্গুতে একদিনের ব্যবধানে দেশব্যাপী দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নতুন করে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র ওঠে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫৫ জন। যা বিগত ২৪ ঘণ্টায় ছিল ৭৫ জন। এসব রোগীর মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরে ৬৫ জন, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ জন, উত্তরে ১৮ জন, সিটির বাইরে ১৭ জন, বরিশালে ১১ জন, খুলনায় ১০ জন এবং ময়মনসিংহে দুজন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ রোববার পর্যন্ত ৪৮ জন মারা গেছেন। আর এ সময়ে ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন চার হাজার ৫৬৬ জন। এসব রোগীর মধ্যে ৩২ দশমিক ৫ শতাংশ নারী ও ৬৭ দশমিক ৫ শতাংশ পুরুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে মৃত্যু হওয়া ৪৮ জনের মধ্যে ৩০ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। চারজন ঢাকা উত্তর সিটি করপোরেশনে, আটজন বরিশাল বিভাগে, চট্টগ্রাম সিটিতে একজন এবং সিটির বাইরে চারজন।