শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মেঘনা ব্যাংক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর মধ্যে স্পন্সরশীপ চেক হস্তান্তর

প্রকাশঃ

মেঘনা ব্যাংক পিএলসি এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ। এই তিন বিভাগের টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ১ বছরের চুক্তি স্বাক্ষর করেছে মেঘনা ব্যাংক পিএলসি ।

২২ অক্টোবর, মঙ্গলবার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে, এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা করেছেন বিসিবি পরিচালক এবং মার্কেটিং বিভাগের প্রধান জনাব ফাহিম সিনহা। ২০২৪-২০২৫ সালের জন্য এই তিন বিভাগের টুর্নামেন্টে বিসিবি সঙ্গে ব্যাংকটির চুক্তি হয়েছে এক কোটি টাকার। সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক এবং মার্কেটিং বিভাগের প্রধান জনাব ফাহিম সিনহা’র হাতে চেক তুলে দেন মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব কিমিয়া সাদাত। এসময় উপস্থিত ছিলেন ব্র্যান্ড এন্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান জনাব মোঃ মোয়াজ্জিম হোসাইন জুয়েল। প্রসঙ্গত: মেঘনা ব্যাংকের সহায়তায় দেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে টুর্নামেন্টটিকে নতুন করে সাজাতে চায় বিসিবি।

এই বিষয়ে মেঘনা ব্যাংকের উপ-ব্যাবস্থাপনা পরিচালক জনাব কিমিয়া সাদাত বলেন, ‘’ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয়। বাংলাদেশকে আর্ন্তজাতিক অঙ্গনে পরিচয় করিয়ে দেওয়ার যে কয়টি ফ্যাক্টর বা নিয়ামক রয়েছে, ক্রিকেট তার মধ্যে অন্যতম। তাই, ক্রিকেটের সঙ্গে থাকতে পারায় আমরা গর্বিত ও সম্মানিত। এটি আমাদের প্রথম প্রচেষ্টা, কিন্তু এটিই শেষ নয়। এটিকে আমরা শুরু বলতে চাই। গ্রাসরুটস ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ভবিষ্যতেও আমরা থাকতে চাই।‘’
এসময় বিসিবির পরিচালক এবং মার্কেটিং বিভাগের প্রধান জনাব ফাহিম সিনহা বলেন, মেঘনা ব্যাংককে ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই তিনটি লীগে স্পন্সর হিসাবে পেয়ে বিসিবি অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে মেঘনা ব্যাংকে বিসিবি’র পাশে পাবো।

এসময় মেঘনা ব্যাংকের পক্ষ থেকে ব্র্যান্ড এন্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান জনাব মোঃ মোয়াজ্জিম হোসাইন জুয়েল বলেন, তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে ক্রিকেটার তৈরীতে মেঘনা ব্যাংকের এই উদ্যোগ গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ