শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নতুন ডিএমডি কাজী মাহমুদ করিম

প্রকাশঃ

বিশিষ্ট ব্যাংকার কাজী মাহমুদ করিম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এ উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ২০১৯ সাল থেকে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইস্টার্ন ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং প্রাইম ব্যাংকের পাশাপাশি প্রাইম এক্সচেঞ্জ কোম্পানি লিঃ সিঙ্গাপুর-এ গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

কাজী মাহমুদ করিম বিসিসিআই ব্যাংকে ১৯৮৯ সালে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৫ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ে তাঁর রয়েছে অপার অভিজ্ঞতা।

তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠান থেকে ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং দেশে ও বিদেশে অনুষ্ঠিত ব্যাংকিং এবং আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন।

কাজী মাহমুদ করিম মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ