আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি. এবং বিএইচটি ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী এবং বিএইচটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাাফিজুর রহমানের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী এবং বিএইচটি ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক মাশরিফুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ব্যাংকের পেরোল প্রিভিলেজ সার্ভিস (এপিপিএস) এর বিশেষ সুবিধা পাবেন।
অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়ির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মঞ্জুরুল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহফুজুল ইসলাম, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট গাজী মোস্তাফিজুর রহমান, বিএইচটি ইন্ড্রাস্ট্রিজ এর প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ ইবাদুল ইসলাম এফসিএমএ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।