বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা বিষয়ক চুক্তি

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর পলিসি হোল্ডাররা এমটিবি’র যেকোনো শাখায় এবং এমটিবি স্মার্ট ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করে তাদের বীমা পলিসির বিপরীতে অর্থপ্রদান করতে সক্ষম হবে।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমানের উপস্থিতিতে এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মোঃ খালিদ মাহমুদ খান এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিসি), মোহাম্মদ আলমগীর চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও এমটিবি’র মোঃ আরিফ বিন ইদ্রিশ, হেড অব ইসলামিক ব্যাংকিং, তাহসিন তাহের, হেড অব রিটেইল সেগমেন্ট এন্ড স্ট্র্যাটেজি ও মোহাম্মদ আশিক ইকবাল খান, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট এন্ড ট্রানজেকশন ব্যাংকিং এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর এম, সাজ্জাদুল করিম, কনসালটেন্ট, অপারেশন ও আবদুস সালাম খন্দকার, ইভিপি ও হেড অব ফাইন্যান্স ও একাউন্টস্ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ