বিশিষ্ট ব্যাংকার মোঃ রাফাত উল্লা খান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি.- এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ রিস্ক অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। ব্যাংকিং খাতে তার ৩০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগদানের পূর্র্বে তিনি এনসিসি ব্যাংক পিএলসির উপব্যাবস্থাপনা পরিচালক (ডিএমডি), সিআরও ও ক্যামেলকো হিসেবে কর্মরত ছিলেন।
জনাব মোঃ রাফাত উল্লা খান ১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংক পিএলসির প্রথম ব্যাচের প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ও প্রাইম ব্যাংকের গুরুত্বপূর্ণ ও নেতৃত্বস্থানীয় পদে কর্মরত ছিলেন। ব্যাংকিংয়ের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয় জুড়ে ইসলামী ও প্রচলিত ব্যাংকিং উভয় ক্ষেত্রেই ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, কর্পোরেট ব্যাংকিং, প্রডাক্ট ডেভেলপমেন্ট ও প্রসেস অ্যান্ড পলিসি মেকিং এর মতো বিস্তৃত ক্ষেত্রগুলোতে তার রয়েছে বৈচিত্রময় কর্মজীবন।
জনাব মোঃ রাফাত উল্লা খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া একটি স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জনের মাধ্যমে তার পেশাগত দক্ষতা ব্যাপক সম্প্রসারিত হয়। পেশাগত প্রয়োজনে তিনি নেপাল, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত সহ দেশীয় ও আন্তর্জাতিকভাবে অসংখ্য সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন।