রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আইফোনের ব্যাটারি বাঁচাতে চান? বদলে দেখুন দুটি সেটিং

প্রকাশঃ

লক স্ক্রিনে থাকা সব উইজেটই অ্যাপগুলোকে ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে চলতে বাধ্য করে। উইজেটের কারণে অ্যাপগুলো ক্রমাগত চলার ফলে ব্যাটারিও খরচ হতে থাকে।

আইফোনের ‘লো পাওয়ার মোড’ সতর্কতা হতে পারে হতাশার। বাড়ির বাইরে কোনো কাজে থাকলে এবং সঙ্গে চার্জার না থাকলে তো এ সতর্কতা অনেকটা বিরক্তিকরও।

ভালো খবর হল, আইফোনের অনেক সেটিং রয়েছে যা পরিবর্তন করে ফোনের ব্যাটারি খরচ কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। এমন দুটি সেটিংয়ের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। চলুন জেনে নেওয়া যাক সেগুলো।

লক স্ক্রিনের উইজেট বাদ দিন

লক স্ক্রিনে থাকা সব উইজেটই অ্যাপগুলোকে ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে চলতে বাধ্য করে। এসব উইজেটে দেখানো তথ্য যেমন খেলার ফলাফল বা আবহাওয়ার আপডেটের জন্য ক্রমাগত ডেটা নিতে থাকে। উইজেটের কারণে অ্যাপগুলো ক্রমাগত চলার ফলে ব্যাটারিও খরচ হতে থাকে।

আইওএস ১৮তে কিছুটা ব্যাটারি সংরক্ষণ করতে চাইলে লক স্ক্রিনে উইজেট ব্যবহার করা এড়িয়ে চলুন। এটি করার সবচেয়ে সহজ উপায় হল অন্য লক স্ক্রিন প্রোফাইলে সুইচ করা। প্রথমে লক স্ক্রিনের ওপর চেপে কয়েক সেকেন্ড ধরে রাখুন। এরপর সোয়াইপ করে একটি লক স্ক্রিন প্রোফাইল বেছে নিন যেখানে কোনো উইজেট নেই।

বর্তমানে ব্যবহার করা লক স্ক্রিন থেকে উইজেট মুছে ফেলতে চাইলে, লক স্ক্রিনের ওপরে চেপে ধরুন। ‘কাস্টমাইজ’ অপশনে চাপুন। ‘লক স্ক্রিন’ অপশনটি বেছে নিন। এরপর উইজেট বক্সের ওপরে চাপুন। সেগুলো সরাতে প্রতিটি উইজেটের কোণায় মাইনাস চিহ্নে চাপুন।

কিবোর্ড ভাইব্রেশন বন্ধ করুন

মজার তথ্য হল, আইওএস ১৬ সংস্করণের আগে কখনোই আইফোনে টাইপ করলে ভাইব্রেশন পাওয়া যেত না। কেবল বাটনের শব্দের বদলে ‘হ্যাপটিক ফিডব্যাক’ নামের ফিচার প্রতিটি বোতামে ভাইব্রেশন বা কম্পন অনুভবের সুযোগ দেয়। এটি টাইপের সঙ্গে সঙ্গে ‘ইমার্সিভ’ অভিজ্ঞতা দিতে পারবে। আর অ্যাপলের মতে এ ফিচারটি ফোনের ব্যাটারি লাইফকেও প্রভাবিত করতে পারে।

অ্যাপলের সাপোর্ট পেইজ অনুসারে, হ্যাপটিক ফিডব্যাক “আপনার আইফোনের ব্যাটারি লাইফকে প্রভাবিত করতে পারে।” কিবোর্ডের ফিচারটি কতটা ব্যাটারি লাইফ কমাতে পারে তার নির্দিষ্ট তথ্য নেই। তবে, কেউ ব্যাটারি সংরক্ষণ করতে চাইলে ফিচারটি বন্ধ রাখাই ভাল।

ডিফল্টভাবেও ফিচারটি চালু করা থাকেনা। কেউ নিজে থেকে চালু করে থাকলে, সেটিংস অ্যাপে যান। এরপর ‘সাউন্ড অ্যান্ড হ্যাপটিকস’ অপশনটি বেছে নিন। ‘কিবোর্ড ফিডব্যাক’ অপশনে চাপুন। সবশেষে ‘হ্যাপটিক’ অপশনের পাশের টগলটি বন্ধ করে দিলেই হয়ে যাবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ