শুক্রবার, ২৪শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শুধু ইঞ্জিনিয়ার নয়, সবক্ষেত্রেই দক্ষ লোক আমেরিকায় আসুক

H-1B ভিসা নিয়ে বড় বার্তা ট্রাম্পের

প্রকাশঃ

এইচ-১বি ভিসা নিয়ে কড়াকড়ির কথা আগেই বলেছিলেন ডনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসতেই সেই নিয়ম কার্যকর করতে চলেছেন তিনি। হোয়াইট হাউসে প্রবেশ করেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নয়া প্রেসিডেন্ট।

ওরাকল সংস্থার সিটিও ল্যারি এলিসন, সফটব্যাংক সিইও মাসায়োশি সন এবং ওপেন এআই সিইও স্যাম অল্টম্যানকে সঙ্গে নিয়ে যৌথ সাংবাদিক সম্মেলনে এইচ-১বি ভিসা নিয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি দু’পক্ষের যুক্তিই গ্রহণ করেছি। তবে আমি চাই ভিন দেশে থেকে যারা আমেরিকায় আসছেন, তারা যেন যোগ্য এবং দক্ষ হন। এমনকি যারা অন্যদের সাহায্য করতে কিংবা প্রশিক্ষণ নিতে আসছেন, তারাও যেন যোগ্য হন। আমি কেবল ইঞ্জিনিয়ারদের কথা বলছি না। সব স্তরের মানুষের কথাই বলছি।’

গত কয়েকদিনে এইচ-১বি ভিসার নিয়মাবলী নিয়ে বেশ তর্ক-বিতর্ক চলছে। যেমন ইলন মাস্ক নিজে এই কড়াকড়ির পক্ষে নন। তিনি এই ভিসার মাধ্যমে সে দেশে দক্ষ কর্মীদের নিয়ে যাওয়ার পক্ষে। আবার অনেকের মতে, এইচ-১বি ভিসায় কড়াকড়ি না আনলে দিনে দিনে চাকরির বেশিরভাগটাই চলে যাবে অনাবাসীদের মধ্যে। আমেরিকানরাই আর নিজেদের দেশে চাকরি পাবেন না।

ট্রাম্প বলেন, তিনি দু’পক্ষের তর্ক বিতর্ক, যুক্তি মন দিয়ে শুনেছেন। তারপরেই জানালেন তার বক্তব্য। হোয়াইট হাউস থেকে ট্রাম্প জানান, ইঞ্জিনিয়ারের পাশাপাশি রেস্তরাঁ কর্মী থেকে সুরা বিশেষজ্ঞ, অর্থাৎ সর্বস্তরে তিনি চান দক্ষ ব্যক্তিদের।

একাধিক মহলের দাবি দক্ষ কর্মীর অভাবে ভুগছে মার্কিন তথ্যপ্রযুক্তি মহল। মার্কিন শ্রম বিভাগের পরিসংখ্যান অনুযায়ী ২০২৬ সালের মধ্যে আমেরিকার প্রযুক্তি ক্ষেত্রে ১২ লাখ কর্মচারীর (১.২ মিলিয়ন) অভাব হতে পারে। বর্তমান বিশ্বে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, ডেটা অ্যানালিটিক্সের মতো আধুনিক প্রযুক্তির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সেই পরিস্থিতিতে চাহিদা পূরণের জন্য প্রতি বছর প্রায় ৩.৫ লাখ প্রযুক্তিবিদ লাগবে বলে অনুমান করা হয়েছে

শুধু তাই নয় সংশ্লিষ্ট মহলের মতে আমেরিকায় দক্ষ ঘরোয়া কর্মচারীদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। সেই পরিস্থিতিতে ক্রমশ দক্ষ বিদেশি কর্মীদের উপরে আমেরিকার নির্ভরশীলতা বদ্ধি পাচ্ছে।

মার্কিন শ্রম বিভাগের রিপোর্ট অনুযায়ী ২০৩৩ সালের মধ্যে আমেরিকার প্রযুক্তি ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা বেড়ে প্রায় ২০ লাখ হয়ে যাবে। সেই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ক্ষেত্রের উন্নতির গ্রাফ বজায় রাখতে এইচ-১বি ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ