মেট্রোরেলের ১০টি স্টেশনে জ্যাকেট ক্যাশ রিসিভিং মেশিন (সিআরএম) স্থাপনের লক্ষে সোনালী ব্যাংক পিএলসি ও ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে এক চুক্তি হয়েছে। বুধবার রাজধানীর উত্তরায় টিএমডিসিল কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহনাজ বেগম ও ডিএমটিসিএলের কোম্পানি সেক্রেটারি খোন্দকার এহতেশামুল কবীর। অনুষ্ঠানে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামিম উদ্দিন আহমেদ, জেনারেল ম্যানেজার নাঈমা আক্তারসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অত্যাধুনিক এ সিআরএমের মাধ্যমে মেট্রোরেলের যাত্রীরা সহজেই অর্থ উত্তোলন ও জমা করতে পারবেন।
মেট্রোরেলের ১০টি স্টেশনে সিআরএম বসাবে সোনালী ব্যাংক
![Agreement with Metro Rail Photo (1) মেট্রোরেলের ১০টি স্টেশনে সিআরএম বসাবে সোনালী ব্যাংক](https://hawker.com.bd/wp-content/uploads/2025/02/Agreement-with-Metro-Rail-Photo-1.jpg)
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ