জনতা ব্যাংক পিএলসির সিলেট বিভাগীয় কার্যালয়ে সম্প্রতি বিভাগের সকল এরিয়া প্রধান ও শাখা প্রধানদের নিয়ে বিভাগের বর্তমান অবস্থা ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে দিক-নির্দেশনা প্রদানের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা। সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক-ইনচার্জ লিটন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় এরিয়া প্রধান ও ৬০টি শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ গোলাম মরতুজা সিলেট বিভাগের ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদানসহ খেলাপী ঋণ আদায়ে ঋণগ্রহীতাদের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন করে খেলাপী ঋণ হ্রাসে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।