বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

অবকাঠামো, জ্বালানি ও নীতিগত সহায়তায় বিনিয়োগকারীদের যৌক্তিক দাবির পাশে বেজা চেয়ারম্যান

প্রকাশঃ

বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া)-এর নির্বাহী কমিটির নেতৃবৃন্দ আজ বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা)-র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন।

বৈঠকে বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি মো: এম. এ. জব্বারের নেতৃত্বে সংগঠনের সহ-সভাপতি মি. শরীফ জহির এবং মিস রুপালী এইচ. চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ সম্প্রতি মার্কিন সরকারের শুল্ক আরোপ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এসব সিদ্ধান্ত বিনিয়োগ, উৎপাদন ব্যয় এবং রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে উল্লেখ করে, তারা সরকারের প্রতি এসব বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানান।

বৈঠকে বেজিয়া প্রতিনিধিরা যে সব বিষয় তুলে ধরে তার মধ্যে উল্লেখযোগ্য হলো: ক. অর্থনৈতিক অঞ্চলে নিরবিচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ ও উচ্চচাপ গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ; খ. প্রয়োজনে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট স্থাপনের অনুমতি প্রদান; গ. অ্যাপ্রোচ রোড, অভ্যন্তরীণ রাস্তা, ড্রেনেজ, আবাসন এবং শ্রমিক পরিবহনসহ প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত বাস্তবায়ন; ঘ. ইউটিলিটি সার্ভিস চার্জ মওকুফ এবং লিজ নেওয়া জমিকে ব্যাংকযোগ্য হিসেবে গড়ে তোলা; ঙ. সকল সাধারণ সুবিধা ও ইউটিলিটি সেবা সম্পন্ন হওয়ার পর বার্ষিক লিজ ভাড়া নির্ধারণ এবং ইউনিট বিনিয়োগকারীদের কাছে প্লট হস্তান্তর নিশ্চিত করা; চ. পলিয়েস্টার ইয়ার্ন আমদানির ক্ষেত্রে এলসি পেমেন্টের ওপর ৩% ট্যাক্স মওকুফ, যা তৈরি পোশাক খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বেজা-র নির্বাহী চেয়ারম্যান মি. আশিক চৌধুরী বিনিয়োগকারীদের সকল দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সমস্যাগুলোর বাস্তবভিত্তিক সমাধান করা হবে বলে আশ্বাস দেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ