আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বগুড়া জোন এর দিনব্যাপী ‘টাউন হল মিটিং’ নগরীর মম ইন পার্ক অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে, শুক্রবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে টাউন হল মিটিংয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন এবং মোঃ আসাদুজ্জামান ভূঁঞা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও (চলতি দায়িত্ব) কামাল হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. তরিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ। বগুড়া জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ. এন. এম. মুফীদুল ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী টাউন হল মিটিংয়ে ব্যাংকের বগুড়া জোনের ২৫টি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, “আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তারা সবাই মিলে একটি পরিবার। এই টাউন হল হচ্ছে আমাদের পারস্পরিক সংযোগ, অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। ২০২৫ সালের ট্যাগলাইন হিসাবে আমরা গ্রহণ করেছি “ব্যালান্সিং বিজনেস উইথ কমপ্লায়েন্স শরীয়াহ্”, এটি শুধু একটি স্লোগান নয়, বরং আমাদের দায়িত্ব ও অঙ্গীকারের প্রতীক।
তিনি আরও বলেন, “আমরা চাই, আমাদের প্রতিটি শাখা শরীয়াহভিত্তিক ব্যাংকিং এর মাধ্যমে সেবার মান বৃদ্ধি করুক এবং গ্রাহকের আস্থাকে পুঁজি করে এগিয়ে যাক। সবার মতামত নিয়ে একসাথে কাজ করলেই একটি টেকসই ও আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।”
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর ‘টাউন হল মিটিং’ বগুড়ায় অনুষ্ঠিত
প্রকাশঃ
