জুলাই মাসের ৪ তারিখ থেকে প্রথম হজফ্লাইট শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল শনিবার বিকাল ৬ টার দিকে ৩৮১ হজযাত্রী নিয়ে বিমানের আরও একটি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে। এ নিয়ে গত ১৭ দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের ১৯০টি ফ্লাইটে ৬৯ হাজার ৩২২ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরবে পৌঁছান। হজ অফিস ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হজ কন্ট্রোল রুম সূত্র এ তথ্য জানায়।
সূত্র জানায়, সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রীর মধ্যে এ পর্যন্ত ৬৯ হাজার ৩২২ জন সৌদিতে পৌঁছেছেন। এবার বিমানের হজ ও সিডিউল ফ্লাইটের মাধ্যমে ৬৩ হাজার ৫৯৯ হজযাত্রী যাবেন সৌদি আরবে। অবশিষ্ট হজযাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।