আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে সূচকের উথ্থান দিয়ে লেনদেন শুরু হয়েছে। লেনদেন শুরু হ্ওয়ার প্রথম ঘন্টায় অথ্যাৎ সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২১ কোটি ৬৪ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপরদিকে লেনদেনের প্রথম ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী ধারায় লেনদেন চলছে। এ সময় সিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ১০ কোটি ২২ লাখ ৩৮ হাজার ১৭১ টাকার শেয়ার। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, উল্লেখিত সময় অনুযায়ী ৩৩ হাজার ৯১৩ বারে ৪ কোটি ৪৩ লাখ ১২ হাজার ২২৬টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির; কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির।
ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক শূন্য দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৫১ পয়েন্টে।