রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

Theory & Technique to Prevent Money Laundering And Terrorist Financing-শীর্ষক বইয়ের তৃতীয় সংস্করণ প্রকাশ

প্রকাশঃ

একটি ভালো বই একজন ভালো বন্ধুর সমান। সম্প্রতি উৎস প্রকাশন কর্তৃক মো. মশিউর রহমান রচিত Theory & Technique to Prevent Money Laundering And Terrorist Financing--শীর্ষক বইটির তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন একটি ক্রমবর্ধমান বৈশ^য়িক সমস্যা। মানিলন্ডারেরা নতুন নতুন পদ্ধতি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সর্বদা তাদের কৌশল পরিবর্তন করে থাকে। বিষয়টি বিবেচনায় নিয়ে এই সংস্করণে প্রযুক্তি নির্ভর (ফিনটেক) ব্যাংকিং পণ্য ও পরিষেবার সাথে মানিলন্ডারিং এবং সন্ত্রাসী কার্যে অর্থায়নের সংযোগ এবং এর প্রতিরোধে করণীয় বিষয়াবলী অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০৮ পৃষ্ঠার বইটিতে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত মোট এগারটি অধ্যায় রয়েছে। বইটিতে মানিলন্ডারিং এর ইতিহাস, মানিলন্ডারিং এবং সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহ কর্তৃক গৃহীত পদক্ষেপ, বিএফআইইউ কর্তৃক জারীকৃত সার্কুলার-২৬, বাণিজ্য ভিত্তিক, বিনিয়োগ (ঋণ) ভিত্তিক মানিলন্ডারিং এর কলা-কৌশল ও প্রতিরোধ পদ্ধতি, বিভিন্ন ধরনের রেড ফ্ল্যাগস, আন্তর্জাতিক স্যাংশন, এবিসি পলিসি, শর্টনোট, বাস্তব ভিত্তিক কেস স্টাডিস, এমসিকিউসহ বিভিন্ন সংশ্লিষ্ট বিষয়ে সর্বশেষ তথ্য উপস্থাপন করা হয়েছে। বইটি রির্পোটিং অর্গানাইজেশনে কর্মরত কর্মকর্তাসহ এ বিষয়ে আগ্রহীদের জন্য সহায়ক হবে। বইটি সংগ্রহের জন্য ও প্রয়োজনীয় মতামত প্রদানের জন্য যোগাযোগ করতে পারেন ০১৭১৮৩৪১৫৬৭ নম্বরে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ