সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর এর মিট দ্য রেমিটার অনুষ্ঠিত

প্রকাশঃ

‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ উদযাপন ও অগ্রণী ব্যাংক লিমিটেড এর ‘উজ্জীবিত অগ্রযাত্রা’র বিশেষ কর্মসূচীর অংশ হিসেবে সিঙ্গাপুরস্থ প্রবাসীদের সম্মাননা অনুষ্ঠান মিট দ্য রেমিটার অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড ,সিঙ্গাপুর কর্তৃক হোটেল পার্ক রয়েল এর বলরুমে গত ১৯ ডিসেম্বর, ২০২২ ইং তারিখে আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের মান্যবর হাই কমিশনার মো. তাওহিদুল ইসলাম(এনডিসি)। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লেবার কাউন্সিলর মো. আতাউর রহমান,পাসপোর্ট উইংসের কাউন্সিলর এবং হেড অব চেন্সরী ওয়াসিমুল বারী, লেবার উইংসের ফার্স্ট সেক্রেটারী আহমেদ হোসেন ভুইঞা, সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সভাপতি জহিরুল ইসলাম, অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাঃ লিঃ এর সিইও এন্ড ডিরেক্টর আবু সুজা মোহাম্মদ শরীফুল ইসলাম এবং অপারেশন্স ম্যানেজার নেছার আহমেদ মিশুক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিজনেস চেম্বার এর নেতৃবৃন্দ,সিঙ্গাপুরের সকল স্তরের রেমিটারবৃন্দসহ ২০২১ সালে সর্বোচ্চ সংখ্যক রেমিট্যান্স প্রেরনকারী পুরস্কারপ্রাপ্ত ১৫জন রেমিটার।

প্রধান অতিথির বক্তৃতায় হাই কমিশনার মো. তাওহিদুল ইসলাম(এনডিসি) প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন সুযোগ,সুবিধার কথা উল্লেখ করে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর জন্য অনুরোধ জানান।
বিশেষ অতিথির বক্তৃতায় অগ্রণী ব্যাংক চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত অর্থনীতির বর্তমান ও বৈশ্বিক পরিস্থিতির আলোকে বক্তব্য রেখে অগ্রণী ব্যাংক লিমিটেড এর মাধ্যমে আরো বেশি করে রেমিট্যান্স প্রেরণ করার আহবান জানান।

সভাপতির বক্তব্যে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর অগ্রণী ব্যাংক এর মাধ্যমে রেমিট্যান্স প্রেরন করার জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন- আপনারা অগ্রণী ব্যাংক এর উপর আস্থা রাখায় অগ্রণী ব্যাংক রেমিট্যান্সে রাষ্ট্রায়ত্ব ব্যাংকসমূহের মধ্যে শীর্ষে এবং সকল ব্যাংকের মধ্যে ১০(দশ) বছরের অধিককাল ব্যাপী দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। তিনি অগ্রণীর প্রযুক্তি অগ্রণী রেমিটঅ্যাপ এবং স্মার্ট অ্যাপ ব্যবহার করার জন্যও প্রবাসীদের প্রতি অনুরোধ জানান। তিনি অগ্রণী ব্যাংকে কোন তারল্য সংকট নেই এবং অগ্রণীর সকল সম্পদ রাষ্ট্র গ্যারান্টিযুক্ত বলেও গ্রাহকদের আশ্বস্থ করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ