সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

অগ্রণী ব্যাংক বনানী কর্পোরেট শাখার নতুন ভবনের উদ্বোধন

প্রকাশঃ

অগ্রণী ব্যাংক বনানী কর্পোরেট শাখার নতুন ভবনের উদ্বোধন করা হয় গত ২৭ ফেব্রুয়ারী। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান গাজী, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম এবং মহাব্যবস্থাপক মোঃ মোজাম্মেল হোসেন, ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন ও মোঃ নুরুল হুদা। প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান ড. জায়েদ বখত্ বলেন-‘ সমৃদ্ধ অর্থনীতির দেশ গঠনে আপনারা নিজ নিজ দায়িত্বে সচেষ্ট ও সচেতন থেকে কাজ করে অগ্রণী ব্যাংককে এগিয়ে নিয়ে যাবেন,আশা করি।’ বিশেষ অতিথির বক্তৃতায় এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম বলেন-‘অবিরাম অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার ব্যাংক অগ্রণী ব্যাংক। দৃঢ় প্রত্যয়ে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দেয়া নাম অগ্রণী ব্যাংককে সকল সূচকে অগ্রণী ভূমিকা যাবো।’ উক্ত অনুষ্ঠানে বনানী কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে গ্রাহকগণের পক্ষ খেকে বক্তব্য প্রদান করেন মাসুদ স্টীল ডিভাইসের ব্যবস্থাপনা পরিচালক কে.এম মাসুদুর রহমান, ইউনিফর্ম টেক্সাটাইল মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আফতাব হোসেন ভুঁইয়া, দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা এবং খান টেক্স্র ফ্যাশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিাচলক হুমায়ুন কবির সেলিম। পরবর্তীতে গ্রাহকগণকে অগ্রণী ব্যাংক এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ