বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

অগ্রণী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সার্কেলের উদ্যোগে “মিট দ্য বরোয়ার ও ব্যবসায়িক মতবিনিময়” সভা অনুষ্ঠিত

প্রকাশঃ

“উজ্জীবিত অগ্রযাত্রা-২০২২ (Accelerating Progress-2022) : ১০১ দিনের বিশেষ কর্মপরিকল্পনা-২০২২” এর আলোকে অগ্রণী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সার্কেলের উদ্যোগে “মিট দ্য বরোয়ার ও ব্যবসায়িক মতবিনিময়” শীর্ষক এক সভা আজ চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর “বঙ্গবন্ধু সম্মেলন কক্ষ” এ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ মুরশেদুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান গাজী এবং মোঃ মনিরুল ইসলাম সহ চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী, বিভিন্ন শাখার মূল্যবান গ্রাহক এবং ব্যাংকের চট্টগ্রাম সার্কেলাধীন সকল শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও চট্টগ্রামকে Great Business Hub উল্লেখ করে এর সুবিধা কাজে লাগাতে সকল ব্যবস্থাপককে উজ্জীবিত হওয়ার পরামর্শ প্রদান করেন। পাশাপাশি শ্রেণীকৃত ও অবলোপনকৃত ঋণ আদায়কে Top Priority দেয়ার নির্দেশনা প্রদানসহ নতুনভাবে যাতে কোন ঋণ শ্রেণীকৃত না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে পরামর্শ প্রদান করেন। ঋণ গ্রহীতাদের ব্যবসায়িক পরিস্থিতি উন্নয়নের জন্য ব্যাংক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে এগিয়ে এসেছে উল্লেখ করে তিনি গ্রাহকদের এসকল সুযোগ সুবিধা গ্রহণ করার আহবান জানান। এ সময় সম্ভাব্য এক্সপোর্টারদের সাথে মতবিনিময়, নতুন গ্রাহকদের মাঝে ৪.০৯ কোটি টাকা এসএমই ঋণ স্পট মঞ্জুরি প্রদান এবং ৬.১৩ কোটি টাকা শ্রেণীকৃত ও অবলোপনকৃত ঋণ আদায় করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্কেল মহাব্যবস্থাপক শামিম উদ্দিন আহমেদ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ