বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

অগ্রণী ব্যাংকের ডিএমডি হলেন রূবানা পারভীন

প্রকাশঃ

উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসাবে পদোন্নতি পেয়েছেন অগ্রণী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক রূবানা পারভীন। ১০ এপ্রিল ২০২৫ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দিয়ে অগ্রণী ব্যাংকে পদায়ন করা হয়।

রূবানা পারভীন ১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসাবে অগ্রণী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। একজন সদালাপী মানুষ হিসাবে তিনি সততা ও দক্ষতার সাথে ব্যাংকের বিভিন্ন কর্পোরেট শাখা, গুরুত্বপূর্ণ ডিভিশন এবং সার্কেল প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি অগ্রণী ব্যাংকে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় আইসিসি, বৈদেশিক বাণিজ্য ও রেমিট্যান্স বিষয়ে স্পিকার হিসাবে সেশন পরিচালনা করে থাকেন। তিনি সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়াসহ দেশে, বিদেশে বিভিন্ন ধরণের প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। রূবানা পারভীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তার স্বামী একজন প্রকৌশলী এবং দুই কন্যার জননী।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ