অধ্যাপক মোঃ হাবিবুর রহমান আকন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেছেন। গত ৬ জুলাই ২০২১ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আচার্য, মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এই নিয়োগ প্রদান করেন।
অধ্যাপক রহমান ১৯৭২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু’টি হলের আবাসিক শিক্ষক, হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি, বিসনেজ স্টাডিস অনুষদের ডীন, শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ফাইন্যান্স কমিটির সদস্য এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুস্টিয়ার ফাইন্যান্স কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০১৩ সালে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। এছাড়া তাঁর বেশ কিছু গবেষণামূলক প্রবন্ধ দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
অধ্যাপক মোঃ হাবিবুর রহমান আকন ১৯৪৬ সালের ১ আগস্ট পিরোজপুর সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার পর খুলনার আজম খান কমার্স কলেজ থেকে বি.কম (সম্মান) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে হিসাববিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণিতে এম.কম ডিগ্রি লাভ করেন। তিনি আমেরকিার জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় হতে “জবংবধৎপয গবঃযড়ফড়ষড়মু ধহফ ঈড়সঢ়ঁঃবৎ ঝশরষষং” এর উপর অধিকতর প্রশিক্ষণ লাভ করেন।