বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

অভিনেত্রী সারিকার নতুন জীবন শুরু

প্রকাশঃ

অভিনেত্রী সারিকা ২ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। যদিও প্রায় সপ্তাহ খানেক পর বিষয়টি প্রকাশ্যে আসে। ইতোমধ্যে তার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল!

বুধবার বিকেলে সারিকা নিজেই তার বিয়ের বেশকিছু ছবি পোস্ট করেছেন ফেসবুকে। ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, ‘নতুন শুরু’।

জানা যায়, পারিবারিকভাবে বিয়ে সারেন সারিকা। তার স্বামীর নাম বি আহমেদ রাহি, পেশায় তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। টুকটাক মিউজিক করেন।

মঙ্গলবার রাতে সারিকা তার বিয়ের খবর নিশ্চিত করে বলেন, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সারিকা বলেন, যে বিশ্বাস ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি; সারাজীবন যেন এটা বজায় থাকে। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই। বিয়ে হলেও কাজে ভাটা পড়বে না বলে জানালেন সারিকা। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুটিংয়ে ফিরবেন।

এর আগে ২০১৪ সালে ১২ আগস্ট ব্যবসায়ী ফাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা। ওই সংসারে এক বছরের মাথায় সারিকার কোলজুড়ে আসে কন্যা সন্তান। ২০১৬ সালে সারিকার ওই সংসার ভেঙে যায়।

২০০৬ সালে মডেলিং শুরু করেন। তারপর বাংলালিংকের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ