বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

অভিনয়ে হুমায়ূন আহমেদের নাতনি অনোরা

প্রকাশঃ

অভিনয়ে প্রথমবারের মতো পর্দায় অভিষেক হচ্ছে প্রয়াত জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের নাতনি অনোরার।

স্বল্পদৈর্ঘ্য ছবি ‘মশারি’তে দেখা যাবে নন্দিত কথাসাহিত্যিকের কন্যা শীলা আহমেদের মেয়ে অনোরাকে। ছবিটি পরিচালনা করেছেন হুমায়ূনের ছেলে নুহাশ হুমায়ূন।

তিন বছর আগে শুটিং হলেও এতোদিন খবরটি গোপন রেখেছেন তারা। আগামী ১৩ মার্চ ‘মশারি’ দেখানো হবে যুক্তরাষ্ট্রের টেক্সাসের সাউথ বাই সাউথ-ওয়েস্ট চলচ্চিত্র উৎসবে।

বুশরা আফরিন ও নুহাশের প্রযোজনায় ছবিটিতে আরো আছেন ‘ন ডারাই’ খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

নুহাশ জানান, পৃথিবী ধ্বংসের শেষপ্রান্তে এমন পটভূমিতে দুই বোনের গল্প উঠে আসবে ছবিতে। ভৌতিক ঘরানার ছবিতে দেখা যাবে, এক রক্তপিপাসু পোকার আক্রমণে পৃথিবী জনশূন্য হয়ে যাচ্ছে। সবশেষ দুজন বেঁচে আছে। তারা বুঝতে পারে রক্তপিপাসু পোকা থেকে তাদের বাঁচাতে পারে কেবল মশারি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ