বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

অর্থমন্ত্রীর মেয়ের জামাইয়ের মৃত্যুতে অগ্রণী ব্যাংকের শোক প্রকাশ

প্রকাশঃ

অর্থমন্ত্রীর মেয়ের জামাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ ও রুহের মাগফিরাত কামনা করেছেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ। সোমবার অগ্রণী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের ৭২১তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সভা হয়। ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত এর সভাপতিত্বে অনলাইন ভিডিও কনফারেন্সিং সভায় সংযুক্ত ছিলেন পরিচালক কাশেম হুমায়ুন, ড. মোঃ ফরজ আলী, কে এম এন মঞ্জুরুল হক লাবলু, খোন্দকার ফজলে রশীদ, তানজিনা ইসমাইল, মফিজ উদ্দিন আহমেদ ও পর্যবেক্ষক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম ফজলুর রহমান ,ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, মোঃ ওয়ালি উল্লাহ্ ও কোম্পানি সচিব খন্দকার সাজেদুল হক। এদিকে অর্থমন্ত্রীর বড় মেয়ের জামাই দিলশাদ হোসেন মারা গেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মে‌য়ে কাসফি কামালের স্বামী দিলশাদ হোসেন গত শুক্রবার লন্ড‌নে তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তার পরিবার এবং অর্থমন্ত্রীর পরিবার দিলশাদ হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীরে কাছে দোয়া প্রার্থনা করেছেন। উল্লেখ্য যে, বর্তমান পরিস্থিতিতে লন্ডনের স্থানীয় নিময়কানুন পালন করে মরহুমের মরদেহ ঢাকায় এনে দাফন করার বিষয়ে তার পরিবার ব্যবস্থা গ্রহণ করছেন

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ