আগস্ট মাসেই বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন পদ্ধতি চূড়ান্ত করবে মালয়েশিয়ায়। বৃহস্পতিবার বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মালয়েশিয়ায় আয়োজিত ‘শোকেস বাংলাদেশ ২০১৯ গ্লোবাল’ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। কর্মী নিয়োগে নতুন একটি পদ্ধতি চূড়ান্ত করা এখন সময়ের ব্যাপার। তিনি বলেন, মালয়েশিয়া কর্মী নিয়োগে পুরনো পদ্ধতি ঠিকঠাক কাজ করছিল না। আমরা সবাইকে নিয়েই নতুন পদ্ধতি করছি। আগস্ট মাসে একটা সমাধানে আমরা পৌঁছতে পারব। নতুন পদ্ধতির স্বচ্ছতা নিশ্চিত করা হবে।