বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আগামীকাল ঢাকা-জামালপুর রুটে অত্যাধুনিক ট্রেন ‘জামালপুর এক্সপ্রেস’ চালু

প্রকাশঃ

আগামীকাল রোববার (২৬ জানুয়ারি) থেকে ঢাকা-জামালপুর রুটে চালু হচ্ছে অত্যাধুনিক প্রযুত্তির ট্রেন ‘জামালপুর এক্সপ্রেস’ । এদিন সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-জামালপুর-ঢাকা (ভায়া বঙ্গবন্ধু সেতু পূর্ব) রুটের নতুন এ আন্ত:নগর ট্রেনের উদ্বোধন করবেন। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জামালপুর এক্সপ্রেস ঢাকা কমলাপুর ষ্টেশন থেকে সকাল ১০টা ৩০ মিনিটে ছাড়বে এবং জামালপুর পৌঁছাবে বিকেল ৪টা ৫ মিনিটে।

ঢাকা ও জামালপুর ছাড়া যেসব স্টেশনে থামবে ট্রেনটি- বিমানবন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু পূর্ব, ভূঞাপুর, হেমনগর, অ্যাডভোকেট মতিউর রহমান ও তারাকান্দি সরিষাবাড়ী স্টেশন।

অত্যাধুনিক এ ট্রেনটিতে এসি চেয়ার ১১০টি ও শোভন চেয়ার ৫১০টি থাকবে। প্রতিটি কোচ স্টেইনলেস স্টিলের তৈরি। ট্রেনটিতে প্রতিবন্ধী যাত্রীদের হুইল চেয়ারসহ চলাচলের সুবিধা থাকছে। এছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত কোচে রয়েছে পরিবেশবান্ধব বায়ো-টয়লেট।

অন্যদিকে ট্রেনটিতে রয়েছে আধুনিক ও উন্নত মানের রুফ মাউন্টেড এয়ার কন্ডিশনার ইউনিট সম্বলিত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ট্রেনটি সাপ্তাহিক বন্ধ থাকবে রোববার।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ