শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আগামীকাল আইএফআইসি ব্যাংকের ইজিএম

প্রকাশঃ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক (আইএফআইসি ব্যাংক) লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি রাইট ইস্যুতে কিছু পরিবর্তন এনেছে। এ কারণে আগামীকাল ১০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় রাজধানী বেইলি রোডের অফিসার্স ক্লাবে ইজিএম আহ্বন করা হয়েছে। ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়া গেলে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বিএসইসিতে জমা দেওয়া হবে।

নতুন সিদ্ধান্ত অনুসারে ব্যাংকটি ১:১ এর পরিবর্তে ১:৪ হারে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ বিদ্যমান প্রতি ৪টি শেয়ারের বিপরীতে ১টি শেয়ার ইস্যু করা হবে।

শেয়ারহোল্ডারদের সম্মতি এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে ব্যাংকটির পরিচালনা পর্ষদ বিদ্যমান ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিল। আর গত ৪ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের ইজিএমে শেয়ারহোল্ডাররা সে প্রস্তাবে সম্মতিও দিয়েছিল।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ