সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আগামীকাল ঢাকা-ম্যানচেষ্টার রুটে বিমানের ফ্লাইট শুরু

প্রকাশঃ

আগামীকাল ৫ জানুয়ারি ঢাকা-ম্যানচেষ্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ০০৭ চালু হবে। বিমান বহরে সদ্য সংযোজিত বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে ঢাকা-ম্যানচেস্টার রুটের ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানায় বিমান সংস্থা। সপ্তাহে ৩ দিন রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালিত হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত থেকে এই ফ্লাইট উদ্বোধন করবেন।

এসময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, চেয়ারম্যান বিমান পরিচালনা পর্যদ, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বিট্রিশ হাইকমিশনারসহ মন্ত্রণালয়, বিমান, সিভিল এভিয়েশন ও বিমানের পদস্থ কর্মকর্তাদের উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে প্রায় ৯০ হাজার বাংলাদেশী বসবাস করেন। তাদের অনেক দিনের আকাংখা ম্যানচেষ্টার রুটে বিমানের ফ্লাইট চালুর। এটি বিমানের ১৭তম রুট।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ