শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আজ চালু হচ্ছে লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট

প্রকাশঃ

প্রায় এক মাস বন্ধ থাকার পর লন্ডন থেকে সিলেটে ফের শুরু হচ্ছে সরাসরি ফ্লাইট। আজ রবিবার সকালে ফ্লাইটটি সিলেটে অবতরণ করবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সিলেট হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি যাবে ঢাকায়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, ‘আজ রবিবার (১০ আগস্ট) সকাল ৯টার দিকে যুক্তরাজ্যের লন্ডন থেকে সরাসরি ফ্লাইট সিলেটে এসে অবতরণ করার কথা রয়েছে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিলেটের যাত্রীদের নামিয়ে ফ্লাইটটি যাবে ঢাকায়।’ এদিকে লন্ডন থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে ওসমানী বিমানবন্দরে। যাদের শরীরে করোনার উপসর্গ থাকবে, তাদের পাঠানো হবে আইসোলেশনে। আইসোলেশনের জন্য সিলেট নগরীতে হোটেল ফরচুন গার্ডেনকে নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ