আজ থেকে পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হচ্ছে। এর আগে হিন্দু সম্প্রদায়ের হোলি উৎসব ও মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত উপলক্ষে টানা দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, গত সোমবার ( ২৯ মার্চ) হিন্দু সম্প্রদায়ের হোলি উৎসব অনুষ্ঠিত হয়।
অন্যদিকে একই দিন রাতে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত পালিত হয়। শবে বরাতের পরদিন অর্থ্যাৎ ৩০ মার্চ সরকারি ছুটি। আর এ কারণেই এই দুই দিন হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিলো।