টানা ২১ দিন বন্ধ থাকার পর আজ থেকে সীমিত সময়ের জন্য দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র চালু করেছে কর্তৃপক্ষ। তবে মাত্র ১২৫ মেগাওয়াটের একটি ইউনিট চালুর কথা জানিয়েছেন বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা। ওই বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রীডে।
ঈদুল আযহা এবং চলমান তাপদাহ থেকে মানুষকে স্বস্তি দিতে বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, পাঁচ-ছয় দিনের জন্য একটি ইউনিট চালু করা হচ্ছে। তিনি জানান যেহেতু কয়লা মজুদের পরিমাণ অনেক কম তাই বেশি সময় কেন্দ্র চালু রেখে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবেনা ।