শুক্রবার, ২৪শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আজ শুরু হচ্ছে অমর একু‌শে বই‌মেলা

প্রকাশঃ

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে ১৪ দিনে জন্য শুরু হ‌চ্ছে অমর একু‌শে বই‌মেলা ২০২২। বই‌মেলার ভার্চুয়া‌লি উদ্বোধন কর‌বেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। অন্যান্য বছর মাসব্যাপী প্রা‌ণের বইমেলা অনু‌ষ্ঠিত হ‌লেও এবারে বইমেলা চলবে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

মেলায় প্র‌বে‌শে বাধ্যতামূলক স্বাস্থ্য‌বি‌ধি মান‌তে হ‌বে। ‌এছাড়াও থাক‌তে হ‌বে কো‌ভিড টিকা সনদ। গতকাল সোমবার বাংলা একা‌ডে‌মিতে সংবাদ স‌ম্মেল‌নে এসব তথ্য জানা‌নো হয়।

এর আগে, সংস্কৃতি প্রতমিন্ত্রী জানান, করোনা পরিস্থিতির উন্নতি হলে বাড়তে পারে মেলার সময়সীমা।

আরও পড়ুন : করোনা টিকার চতুর্থ ডোজ দিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের প্রণোদনার ব্যাপারে তিনি বলেন, এবারের বই‌মেলা প্রকাশকদের মেলা। তারা একটি মেলার জন্য অনেক দিন অপেক্ষা করেন। আমরা কোনোভাবেই চাইব না মেলার প্রাণশক্তি যেন ক্ষতিগ্রস্ত হয়। গত বছর আমরা তাদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিয়েছি। আর এবার মেলার সময়সীমা যদি বাড়ানো হয়, তাহলে আমরা মনে করি সেটি তাদের জন্য প্রণোদনা হবে।

এবার মেলায় অংশ নি‌চ্ছে ৫৩৪ টি প্রকাশনা প্র‌তিষ্ঠান, ৩৫টি প্যা‌ভি‌লিয়ন এবং ৭৭৬টি ইউনিট।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ