সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আট দিন পর সচল হয়েছে ই-পাসপোর্ট সার্ভার

প্রকাশঃ

আট দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ই-পাসপোর্ট সার্ভার। বুধবার (২৩ মার্চ) সকাল থেকে অনলাইনে ই-পাসপোর্টের ওয়েবসাইটে আবেদন গ্রহণ করা হচ্ছে। একইভাবে বায়োমেট্রিকসহ সব ধরনের প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ‘সিস্টেম আপগ্রেডেশন’-এর কারণে গত ১৫ ও ১৬ মার্চ ই-পাসপোর্ট কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। এরপর ১৭, ১৮ ও ১৯ মার্চ সরকারি ছুটিতে আবেদন প্রক্রিয়া বন্ধ ছিল। তবে আপগ্রেডেশনের কাজ শেষ না হওয়ায় ২০, ২১ ও ২২ মার্চও সার্ভার ডাউন ছিল। এই সময়ে নতুন করে ই-পাসপোর্টের আবেদন করতে পারছিলেন না নাগরিকরা।

অধিদপ্তর জানায়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অধীনস্থ ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস)-এ ওএটি এবং ফেইল ওভার টেস্ট সম্পাদনের কারণেই মূলত আবেদন প্রক্রিয়া বন্ধ ছিল। সার্ভার ডাউন থাকা অবস্থায় যেসব আবেদনকারীর অ্যাপয়েন্টমেন্টের তারিখ ছিল তারা সার্ভার চালুর পর যেকোনো দিন অধিদপ্তরে গেলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ