সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আট শতাধিক প্রান্তিক কৃষকদের চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করলো এবি ব্যাংক

প্রকাশঃ

এবি ব্যাংক লিমিটেড চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে।

রাঙ্গুনিয়া উপজেলার এড. নুরুচ্ছফা তালুকদার পৌর অডিটোরিয়ামে এ ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যোগদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রাজস্ব, চট্টগ্রাম এবং বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, চেয়ারম্যান, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব আতাউল গণি ওসমানী, উপজেলা নির্বাহী অফিসার, রাঙ্গুনিয়া, আলহাজ্ব শাহজাহান সিকদার, মেয়র, রাঙ্গুনিয়া পৌরসভা, জনাব মো: সফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ ও সভাপতি উত্তর জেলা কৃষক লীগ, চট্টগ্রাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংক লিমিটেড-এর প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ