বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আরও ৭০ বাংলাদেশিকে ফেরত পাঠালো সৌদি সরকার

প্রকাশঃ

সৌদি সরকারের ব্যাপক ধরপাকড়ের শিকার হয়ে দেশে ফিরেছেন আরও ৭০ জন প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার রাতে সৌদি এয়ারলাইন্সের (এসভি ৮০৪) একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন এসব প্রবাসীরা।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এ তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দরে নেমেই তারা অভিযোগ করে বলেন, তারা সৌদি আরবে বৈধভাবে ছিলেন এবং আকামার মেয়াদ থাকা সত্ত্বেও সৌদি পুলিশ তাদের আটক করে মিথ্যা অভিযোগে তাদের দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে।

তারা আরও জানান, কর্মস্থলে যাওয়ার পথে কিংবা কর্মরত থাকা অবস্থায়, মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময়, বাজার করতে বের হলে রাস্তা থেকে ধরে নিয়ে যেত তারা। আকামা দেখানোর পরও কোনো রক্ষা হয়নি। নিয়োগকর্তা বা কফিল কোনো দায় দায়িত্ব নেয়নি বলেও অভিযোগ করেন দেশে ফেরা কর্মীরা।

চলতি বছরের ৯ মাসে সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্রাভেল পাস নিয়ে ৩৬ হাজার ৭৫৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে শুধুমাত্র সৌদি আরব থেকেই ১৬ হাজার বাংলাদেশি কর্মী দেশে ফিরেছেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ