শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আসছে নতুন বাজেটে করের আওতা বাড়ানো হবে

প্রকাশঃ

আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে করের আওতা বাড়াতে বিভিন্নমুখী পদক্ষেপ নেয়া হচ্ছে। এক্ষেত্রে করের হার না বাড়িয়ে নতুন কর দাতার সংখ্যা বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। অর্থাৎ নিয়মিত করদাতাদের ওপর বোঝা না বাড়িয়ে নতুন নতুন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে করের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার।

জানা যায়, ব্যক্তি শ্রেণীর করদাতার সংখ্যা এক কোটিতে উন্নিত করার ব্যাপক পরিকল্পনা করা হচ্ছে। পরিকল্পনার আওতায় কর প্রদান সামর্থ ব্যক্তি খুঁজে বের করতে সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর জন্য ১০ হাজার জনবল নিয়োগ দেয়া হবে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া এই জনবলের প্রায় সবাই হবে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী। তাদের প্রধান কাজ হবে আয়কর আদায়যোগ্য মানুষ খুঁজে বের করা। তারা বাড়ি বাড়ি গিয়ে পরিবারভিত্তিক সদস্যদের আয়ের উপাত্ত সংগ্রহ করবে। পরে এই উপাত্তগুলো আয়কর অফিসে জমা দেয়া হবে। এর ওপর ভিত্তি করে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আদায়যোগ্যদের আয়করের আওতায় নিয়ে আসবে।

নতুন জরিপের মাধ্যমে শুধু ঢাকা শহর থেকে ৩০ থেকে ৪০ লাখ নতুন আয়কর দাতা খুঁজে বের করা হবে। এর বাইরে বিভাগীয় শহর, জেলা ও উপজেলা থেকে আরও ৬০ লাখ সম্ভাব্য করদাতার খোঁজ সংগ্রহ করা হবে। এর জন্য কিছুসংখ্যক জেলা-উপজেলায় অফিস স্থাপন করা হবে। পরে পুরো দেশে এসব অফিস স্থাপন করা হবে। এসব অফিস থেকেই আয়কর আদায় ও আয়করযোগ্যদের খুঁজে বের করার কাজ পরিচালিত হবে।

সূত্র জানায়, চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয়েছে ভ্যাট খাতকে। ভ্যাটের পরই রয়েছে আয়কর খাত। এনবিআরের এবারের মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দুই লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা। এর মধ্যে ভ্যাট থেকে আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে এক লাখ ১০ হাজার ৫৫৫ কোটি টাকা। আর আয়কর থেকে আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে ১ লাখ ২ হাজার ২০১ কোটি টাকা। আগামী অর্থবছরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ এ খাতকে আরও প্রাধান্য দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ক্ষেত্রে করদাতার সংখ্যা বাড়ানোর কোন বিকল্প নেই। তাই আগামী অর্থবছরের মধ্যে এক কোটি মানুষকে করের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।

গত বুধবার সাবেক গবর্নরদের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘দেশে চার কোটি মানুষ আয়কর দেয়ার উপযুক্ত; কিন্তু কর দিচ্ছে না। তাদের যদি আমরা আস্তে আস্তে কর নেটের আওতায় নিয়ে আসতে পারি তাহলে আমাদের রাজস্ব আহরণ অনেক বাড়বে। আগামী এক বছরে এক কোটি মানুষকে করের আওতায় নিয়ে আসা আমাদের লক্ষ্য।’ এ বিষয়ে তিনি আরও বলেন, আগামী বাজেটে করযোগ্য সবাইকে করের আওতায় নিয়ে আসা হবে। করের হার কমিয়ে আওতা বাড়ানো হবে। মুষ্টিমেয় কিছু মানুষ কর দেয়, এই অভিযোগ আর থাকবে না।

উল্লেখ্য, আগামী ১৩ জুন জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উত্থাপন করা হবে। এবারের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকা। এটি বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। একই সঙ্গে নতুন অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেট।

Sale EC-COUNCIL 312-50 Free Dowload

Then unconscious.I opened my eyes and the sky was bright again, in fact, I did not open my eyes already know I first heard the cry of the big cock Oh Oh I was really thought that in the rural grandma home, my grandfather After retirement, I did not go back to my hometown for retirement, and I often went back to school when I was young and then I realized my grandma was touching my face and wiping my face with hot Ethical Hacker Certified water. The third is her heart.I m not saying that you http://www.passexamcert.com/312-50.html all know too.I do not know what she liked my little black egg of that year, 312-50 Free Dowload and I do not know it now. I am in the front row so insisted.A pair of very bright large leather boots rubbed in front of me stood there has been standing. What is really authentic or good.Finnish buddies see the third brother on the point of tension, but again to see Third Brother laughing like grandchildren, we know nothing. Then look at EC-COUNCIL 312-50 Free Dowload the shepherd in the distance Aries Nelson Manchurian car really feel comfortable mood, so hard to write a small shadow Later, the small female dormitory inside the dormitory are said to eat dumplings do not put vinegar the original unit even Female soldiers are sharing love letters This is what I did not think of things I read and wrote that I heard the hoofs, and I knew it was the dog s high school squad that played the horse back again. Just the moment he laughs me out EC-COUNCIL 312-50 Free Dowload of leg I suddenly vacated side kick, fast, in my Certified Ethical Hacker 312-50 memory I can hear the wind Snapped Suddenly kicking the temple high school squadron s temple.

However, Huang Zhonghua Certified Ethical Hacker 312-50 has to be embarrassed. The 312-50 Free Dowload result ran into Yang Wu. I usually hide EC-COUNCIL 312-50 Free Dowload at home, but EC-COUNCIL 312-50 Free Dowload I 312-50 Free Dowload can meet again here. Erdongzi is because he went Ethical Hacker Certified in, he got Give us an account.

Small celery hesitated to stop, Madonna stepped forward EC-COUNCIL 312-50 Free Dowload to push her Certified Ethical Hacker 312-50 Free Dowload to the EC-COUNCIL 312-50 Free Dowload sofa.I only said that this is a general sentence, EC-COUNCIL 312-50 Free Dowload you can not tolerate the character to listen. She aimlessly wandering in the waterfront road to the evening, and dizzy bullying brain to the warehouse, in the face of good success to call Juan Ruijuan, said Director Li invited Certified Ethical Hacker 312-50 to go to dinner by the director at night and not Go home, he asked me to call you. She admired herself as honorable.Pilots have completely lifted the flight suit, without any cautiousness and psychological barrier, saying that you are a kindergarten occupation habit and treat me as your primary school student. From the United States and Europe, more than 20 people have come back from Hong Kong and Macao from mainland provinces, municipalities, business circles, education circles and civilian circles. Such an ordinary case has become a non head case, always can not be broken, can not grasp the murderer and behind the scenes command, but also the Ethical Hacker Certified shipyard rumors also 312-50 Free Dowload came back to say that college students are not serious romantic affair trouble, is to discuss, Not worthy of EC-COUNCIL 312-50 Free Dowload sympathy. Today, she stole the indecent words frequently and caused several female amateurs at the neighboring table to exit in protest.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ