বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আসছে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকার নতুন বাজেট

প্রকাশঃ

আগামীকাল ১৩ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষনা করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি প্রথম বাজেট।

২০১৯-২০ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন। আগামী বাজেটে মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হচ্ছে ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা।

অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী বাজেটে থাকছে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার সমাহার। তবে বাজেট বক্তব্যের আকার গতানুগতিক বিশাল আকারের না হয়ে সংক্ষিপ্ত ও টু দ্য পয়েন্ট হবে। তাই বলে বাজেটের আকার ছোট হবে না। যে কোনো অর্থবছরের তুলনায় এটি হবে রেকর্ড বাজেট।

চলতি ২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা। সূত্র জানিয়েছে, আগামী বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ধরা হচ্ছে ৮.২৫ শতাংশ। চলতি অর্থবছরের জিডিপিতে প্রবৃদ্ধির হার ৮.১৩ শতাংশ অর্জিত হবে বলে মনে করছে সরকার।

আগামী অর্থবছরের জন্য মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকবে ৩ লাখ ৭৭ হাজার ৭১০ কোটি টাকার। চলতি অর্থবছরের বাজেটে এই লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা।

নতুন বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে রাজস্ব সংগ্রহের লক্ষ্য ধরা হচ্ছে ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরে ধরা হয়েছিল ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা। মূল্যস্ফীতির হার আগামী অর্থবছরের জন্য ধরা হচ্ছে ৫.৫ শতাংশ। চলতি অর্থবছরের জন্য ধরা হয়েছিল ৫.৬ শতাংশ।

সূত্র জানিয়েছে, আগামী অর্থবছরে বাজেট ঘাটতি ধরা হচ্ছে ১ লাখ ৪৫ হাজার ৩০০ কোটি টাকা। চলতি অর্থবছরে বাজেট ঘাটতির পরিমাণ ছিল ১ লাখ ২৫ হাজার ২৯৩ কোটি টাকা।

বরাবরের মতো জিডিপির ঘাটতি ৫ শতাংশের মধ্যেই থাকবে। আগামী বাজেটে চলতি বছরের তুলনায় ৫ হাজার ৩৩৫ কোটি টাকা বেশি ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে।

অভ্যন্তরীণ অংশের আরেক খাত সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়া হবে ২৭ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটে ধরা হয়েছে ৪৫ হাজার কোটি টাকা। অর্থাৎ চলতি বাজেটের তুলনায় আগামী বাজেটে এ খাত থেকে ১৮ হাজার কোটি টাকা কম নেওয়া হবে।

এর বাইরে অন্যান্য খাত থেকে নেওয়া হবে ৩ হাজার কোটি টাকা। এ ছাড়া নতুন বাজেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালনের প্রতিফলন থাকবে। আর বেশি মনোযোগ থাকবে নির্বাচনী ইশতেহার অনুসারে ‘আমার গ্রাম আমার শহর’ ও কর্মসংস্থান সৃষ্টিতে। দেশের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করার ঘোষণা থাকছে।

100% Success Rate Oracle 1Z0-053 Exam Questions With Accurate Answers

Early to open the borrowed electric oven to warm the small room as spring, but also equipped with bright as dark and dark as two sets of lights, in Oracle 1Z0-053 Exam Questions order to show her all round manner most vividly, she wanted to compensate the chef , Let this night become her and his unforgettable night. He 11g 1Z0-053 Exam Questions was uneasy at the table, always hanging small coconut.Jiacheng has long seen that Zhen Zhen extraordinary Patriarch s style, he will never believe that Xiao Qin is the retired deputy mayor of niece, even the retired deputy mayor s pro daughter, he must start Not the same start. Official positions, that is, government and state owned enterprise leadership positions. It is 1Z0-053 Exam Questions a solution forced by the 11g 1Z0-053 situation.Jiacheng patient and enlightened Ruijuan, so that she understand the truth, support this newly launched project. Ruijuan said, you said more than a hundred times, as long as they are willing to go, you are willing to accept, I have no opinion. Then, just dial the phone to tell him that he has bought a plane ticket, he Oracle Database 11g: Administration II said he was going to pick her up Oracle 1Z0-053 Exam Questions at the airport, a full set to enjoy the happiness of Kobayashi wedding.

In the early 1970s, when many Oracle 1Z0-053 Exam Questions people could not Oracle 1Z0-053 Exam Questions Oracle 1Z0-053 Exam Questions eat enough, she could Oracle 1Z0-053 Exam Questions go up the mountain 11g 1Z0-053 to 1Z0-053 Exam Questions chop firewood, fish in the lower ditch, and start my brother, my sister Oracle Database 11g: Administration II and I raise chickens, raise ducks, raise rabbits, raise geese If I m listening, I m in my heart, I m not snoring again. The leaves were so pleasantly surprised that he finally succeeded the young entrepreneur realized his dream. Li Wei does not say it, it always says Thorough, insight into everything, 1Z0-053 Exam Questions let me admire.

An uncultured army is a stupid army, and he is the spiritual leader 11g 1Z0-053 of the stupid army. Really people want clothes, the factory to be packaged, Jia Cheng into the factory more than 10 years supplies, know the shipyard s family, than his own family but also clear, because his family is Ruijuan one person in charge. Drink thirty two wine will have seven Zijiu Jia Cheng, began to heaven a sentence underground, east a hammer west stick, foreign moved to China, modern moved to ancient times. Wu film industry has been far away.Jiacheng closely followed, the spoils seized by Wu captain seven mahjong also taken away. Proud US Militarist care Oracle 1Z0-053 Exam Questions for the people s livelihood in the motherland mainland China, alone to inspect Jiacheng room. Sanxian, dry mother only to her bag Oracle 1Z0-053 Exam Questions stuff Oracle Database 11g: Administration II money, http://www.testkingdump.com/1Z0-053.html said that these five thousand dollars, is my funeral and 1Z0-053 Exam Questions a dragon, the surface of the table.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ