সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ইউক্রেন ইস্যুতে সাধারণ পরিষদে আনা প্রস্তাবে রাশিয়ার পক্ষ নিল যেসব দেশ

প্রকাশঃ

ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে রাশিয়ার আগ্রাসনকে নিন্দা জানিয়ে আনা এক প্রস্তাব বুধবার অনুমোদন করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১৪১ দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচ দেশ। ভোট দেওয়া থেকে বিরত ছিল ৩৫টি দেশ।

প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে-রাশিয়া, বেলারুশ, ইরিত্রিয়া, উত্তর কোরিয়া ও সিরিয়া।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই ভোটে ইউক্রেনের প্রতীকী বিজয় হয়েছে এবং এর ফলে আন্তর্জাতিকভাবে রাশিয়া আরও বিচ্ছিন্ন হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ‘জাতিসংঘের ১৪১টি সদস্য দেশ জানে, এটি ইউক্রেনের সংঘাতের চেয়েও বেশি কিছু। এটা ইউরোপের নিরাপত্তা এবং পুরো নিয়মভিত্তিক শৃঙ্খলার ওপর হুমকি।’

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘সাধারণ পরিষদের প্রস্তাবে সত্যের প্রতিফলন ঘটেছে। বিশ্ব ইউক্রেনের ভয়ংকর মানবিক যন্ত্রণার অবসান চায়।’

উল্লেখ্য, ভারত-চীন-বাংলাদেশ-পাকিস্তান ভোট দেওয়া থেকে বিরত ছিল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ