শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ইউরোপে যাওয়ার পথে দুই শতাধিক বাংলাদেশি আটক

প্রকাশঃ

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে দুই শতাধিক বাংলাদেশি নাগরিককে আটক করেছে লিবিয়া পুলিশ। শনিবার (২৩ এপ্রিল) দেশটির পূর্ব উপকূলীয় জেলা মিসরাতা থেকে আটকের পর তাদের রাজধানী ত্রিপোলির একটি বন্দিশিবিরে পাঠানো হয়েছে। লিবিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়।

সোমবার (২৫ এপ্রিল) লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম উজ জামান বলেন, বাংলাদেশিসহ অবৈধ অভিবাসীরা লিবিয়ার জারিখ উপকূল থেকে নৌকায় ইউরোপের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় তাদের আটক করে দেশটির পুলিশ।

লিবিয়া পুলিশের বলছে, সেখান থেকে মোট ৫৪১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, আটকদের মধ্যে ২৪০ জন বাংলাদেশি বলে জানা গেছে। তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে।

রাষ্ট্রদূত শামীম উজ জামান জানান, আটক বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে ফেরত পাঠানো হবে। তাদের ফেরত পাঠাতে দূতাবাস থেকে ইতোমধ্যে আইওএম এবং স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ