রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনেও লাখো মানুষের ঢল

প্রকাশঃ

আজ বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। গতকাল (শুক্রবার) টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের এই আয়োজন শুরু হয়। এদিন লাখো মুসল্লি একত্রে জুমার নামাজ আদায় করেন। রবিবার (১২ই জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে ইজতেমা মাঠে জড়ো হতে থাকেন মুসল্লিরা। রাতেই ভরে যায় ইজতেমা ময়দান। প্রথম পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা।

শুক্রবার ফজরের পর শুরু হয় আম বয়ান। জুমার নামাজে অংশ নিতে ঢল নামে তুরাগ তীরে। মাওলানা জুবায়েরপন্থীরা ইজতেমা পালন করবেন ১০, ১১ ও ১২ই জানুয়ারি। ১২ই জানুয়ারি প্রথম পর্বের আখেরি মোনাজাত।

এর পার চার দিন বিরতি দিয়ে সাদ অনুসারীরা ইজতেমা শুরু করবেন ১৭ই জানুয়ারি (শুক্রবার)। ১৯শে জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৫তম বিশ্ব ইজতেমা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ