শুক্রবার, ৩রা জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ইন্টারনেট-ডিশ সংযোগ ধর্মঘটের সিদ্ধান্ত স্থগিত

প্রকাশঃ

একদিনের জন্য ধর্মঘট স্থগিত করেছে আইএসপিএবি। রবিবার কেবল টিভি ও ইটারনেট সেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। বিকল্প ব্যবস্থার আগে সেবা সংযোগের তার অপসারণ করা হবে না এমন আশ্বাসে ধর্মঘট স্থগিত করা হয়েছে।

এর আগে ইন্টারনেট ও কেবল টিভির তার অপসারণ বন্ধ না হলে রবিবার থেকে সারাদেশে প্রতিদিন ৩ ঘণ্টা ইন্টারনেট ও কেবল টিভি বন্ধের আল্টিমেটামে অটল আইএসপিএবি ও কোয়াব।

সড়কে ঝুলন্ত তারের জঞ্জাল সরলে ফিরবে শহরের সৌন্দর্য্য। এমন ঘোষণায় গেল ৫ই আগস্ট থেকে ইন্টারনেট ও কেবল টিভির তার অপসারণ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এখনো পর্যন্ত ৪৮ এলাকায় ২৮৫টি বিদ্যুতের খুঁটি থেকে ফাইবার কেবল অপসারণ করেছে দক্ষিণ সিটি।

সেবাদাতা সংগঠন আইএসপিএবি ও কোয়াব বলছে- এতে নষ্ট হয়েছে ১৮ থেকে ২০ কোটি টাকার তার। ১২ই অক্টোবর সংবাদ সম্মেলন করে সেবা বন্ধ রাখার আল্টিমেটাম দেয় সংগঠন দুটি। এরপর ৫ দিন হলেও দক্ষিণ সিটিতে ফাইবার অপসারণ থামেনি। এমন অবস্থায় রবিবার থেকে সারা দেশে ইন্টারনেট ও কেবল টিভি ৩ ঘণ্টা বন্ধ করবে আইএসপিএবি এবং কোয়াব।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ