করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ইন্দোনেশিয়া। দেশটিতে করোনায় ১৭ দিনে ১১৪ জন চিকিৎসক মৃত্যু হয়েছে। রবিবার ইন্দোনেশিয়ার ডক্টর্স অ্যাসোসিয়েশন (আইডিআই) এ তথ্য জানিয়েছে।
আইডিআইর তথ্য মতে, ১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ১১৪ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা মহামারি শুরুর পর এ পর্যন্ত মোট ৫৪৫ জন চিকিৎসক মারা গেছেন। সেই হিসেবে মাত্র ১৭ দিনে মারা গেছেন ২০ শতাংশ চিকিৎসক।
আইডিআই কর্মকর্তা মহেসা পারানাদিপা জানিয়েছেন, তারা উদ্বিগ্ন যে, চিকিৎসা ব্যবস্থা এই ধাক্কা সামাল দিতে পারবে না।
তিনি বলেছেন, ‘আমরা কার্যক্ষমতায় সম্ভাব্য ধসের ব্যাপারে উদ্বিগ্ন। এটি সরকারের দেওয়া পরিসংখ্যান।’
ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে ইন্দোনেশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী দেশটিতে সোমবার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮,৭৭, ৪৭৬ জন। এ ছাড়া মৃত্যু হয়েছে ৭৩,৫৮২ জনের।