বুধবার, ৮ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

উন্মোচিত হলো বাংলাদেশ দলের নতুন জার্সি

প্রকাশঃ

গতকাল (সোমবার) বিকেলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উন্মোচিত হলো বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়েছে। তবে দলের নতুন জার্সি নিয়ে শুরু হয় নানা গুঞ্জন।

প্রচলিত লাল-সবুজের জার্সি আদলে নতুন জার্সিতে লাল রং বাদ দিয়ে শুধু সবুজ রং ব্যবহার করা হয়েছে। ফলে অনেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ডিজাইনার প্রতিষ্ঠানের সমালোচনা করেন।

এর আগে তিনি নিজেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এবারের বিশ্বকাপে টাইগারদের জার্সি উন্মোচন করেন। জার্সি উন্মোচন অনুষ্ঠানে অধিনায়ক মাশরাফির হাতে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ জার্সি তুলে দেন এবং জার্সি পরে ফটোসেশন করে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের ১৪ জন সদস্য। এসময় সাকিব আল হাসান অনুপস্থিত ছিলেন।

সবসময়ই বাংলাদেশ দলের জার্সি তৈরি করার ক্ষেত্রে জাতীয় পতাকার সবুজ ও লাল রং প্রাধান্য দেওয়া হয়। এবারও তাই করা হয়েছে, তবে দুই রঙের আলাদা দুটি জার্সি করা হয়েছে। বিশ্বকাপে দুই রঙের জার্সি পরে মাঠে নামবে বাংলাদেশ দল।

এদিকে, দলের নতুন জার্সি নিয়ে প্রশ্ন উঠার পর জার্সি পরিবর্তনের কথা বেসরকারি টেলিভিশন চ্যানেল জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

Sale Latest Release CompTIA CAS-002 Exam Demo Is The Best Material

Your CompTIA CAS-002 Exam Demo Majesty Lu Song pointed to the ground CompTIA Advanced Security Practitioner (CASP) Why I found this is a bitch, waiting CAS-002 Exam Demo for the male dog to mate CompTIA CAS-002 Exam Demo with it in the spring, then it can be a nest. It may be that Mrs. Lao Zheng has suffered too much, and she has no time to take care of such a small matter. In my urban area, he is in the western suburbs, and the middle position is of course on the river http://www.passexamcert.com Dongbatian is a true civilization, and it is cultivated by a senior intellectual. He always dreamed of the officer Zheng Zheng, and later he dreamed of Lao Zheng s family. Is this not a scorpion Liu Haizhu s right arm was completely unable to move, and his left hand picked up CASP CAS-002 the knife and made a look with Yokoko.

Prosperity walked CompTIA CAS-002 Exam Demo in step by step, only to CompTIA Advanced Security Practitioner (CASP) go to Otaru CompTIA CAS-002 Exam Demo to see his position, until Otaru screamed at the side of his chest, and then he http://www.examscert.com/CAS-002.html turned and slammed and ran out When did you learn painting I learned CASP CAS-002 a little CompTIA CAS-002 Exam Demo from my mother when I was a child. Once again, she felt that she had CAS-002 Exam Demo too many CompTIA CAS-002 Exam Demo things to learn.

Rather than letting all of them care and represent themselves, I would like to represent myself as part of the interests of the CompTIA CAS-002 Exam Demo masses. Many times in the future, mostly in the evening, hungry little cinnabar would rather go a http://www.testkingdump.com long way, but also came here to talk with the boss relaxed and talk to chat, eat a meal filled the northern dumplings belly, and then infinitely comfortable Slowly to Yang Zhigang CompTIA CAS-002 Exam Demo s house to sleep. Cocoon premonition of what, really a little frightened, CASP CAS-002 busy, I and he received a marriage license, do weddings. At this moment, Li Jiaocheng is completely awake, emerge a sweat.He blurted out a lie even, I only remembered the foot of the mountain, should be on behalf of Yaya, knocking a few ring to the uncle of the North. Impression of CompTIA CAS-002 Exam Demo princess Hachiko, affecting the mood of the elder sister tells the story, the second half of the CompTIA CAS-002 Exam Demo story CompTIA Advanced Security Practitioner (CASP) was outlined a large outline show children pick a used car, and bought a house, mistresses the mistresses of the whole village, only She bought a farewell at their own expense, of course, received the development trend of the package Erye. She took only fifty dollars with her, went out to go to rivers and lakes.It turned out that she had been in contact with the female class teacher in advance excuse to go play in the capital city CAS-002 Exam Demo to see the world, with the teacher off the summer leave.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ