সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এক্সিম ব্যাংকে সাসটেইনেবল ফাইন্যান্স শীর্ষক কর্মশালা

প্রকাশঃ

এক্সিম ব্যাংকের উদ্যোগে ‘সাসটেইনেবল ফাইন্যান্স অ্যান্ড সাসটেইনেবিলিটি রেটিং অব ব্যাংকস্’ শীর্ষক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ অক্টোবর ২০২৩ এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট (এসএফডি) এর পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। এছাড়াও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এর এসএফডি-র যুগ্মপরিচালক আবু রায়হান।

প্রধান অতিথি চৌধুরী লিয়াকত আলী তাঁর বক্তব্যে টেকসই অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি এবং এ সংক্রান্ত কর্মকাণ্ড- পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসরণ করার উপর গুরুত্বারোপ করেন। স্বাগত বক্তব্যে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এক্সিম ব্যাংকের সাসটেইনেবল ব্যাংকিং এবং পরিবেশবান্ধব ও টেকসই বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতির উন্নয়নে অবদান তুলে ধরে বলেন, এর স্বীকৃতিস্বরূপ এক্সিম ব্যাংক ইতিপূর্বে পরপর ৩ বার সেরা ব্যাংকের তালিকায় স্থান করে নিয়েছে।

অন্যদিকে বিশেষ আলোচক এসএফডি-র যুগ্মপরিচালক আবু রায়হান সাসটেইনেবল ফাইন্যান্স রিপোর্টিং নিখাদ করার ওপর জোর দেন। তিনি এসএফডি এর অনুসৃত নীতিমালা অনুসরণের মাধ্যমে নির্ভুল রিপোর্টিং করে প্রত্যাশিত মানদন্ড- অর্জনের লক্ষ্যে কাজ করার আহবান জানান। কর্মশালায় উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ূন কবীর ও শাহ্ মোঃ আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানমসহ প্রধান কার্যালয়ের উর্ব্ধতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ