বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এক্সিম ব্যাংকের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ১০% নগদ লভ্যাংশ ঘোষণা

প্রকাশঃ

এক্সিম ব্যাংকের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ (১৭ জুন, ২০১৯ইং সোমবার) ঢাকার রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার।

২০তম বার্ষিক সাধারণ সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে সমাপ্ত অর্থ বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ লোকসান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করে তা গ্রহণ করা হয় এবং উক্ত বছরের জন্য ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান এমপি, পরিচালনা পর্ষদের সদস্য মোঃ নজরুল ইসলাম স্বপন, মোহাম্মদ শহিদুল্লাহ, মোঃ নূরুল আমিন ফারুক, অঞ্জন কুমার সাহা, লে. কর্নেল অবঃ সিরাজুল ইসলাম বীর প্রতিক (বার), রঞ্জন চেধুরী, খন্দকার মোঃ সাইফুল আলম, অধ্যাপক মোঃ সেকান্দার খান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ও কোম্পানি সেক্রেটারি মোঃ গোলাম মাহবুব।

সাধারণ সভায় উপস্থিত শেয়ারহোল্ডারবৃন্দের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক ও যথাযথ উত্তর প্রদান করেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার। তিনি ব্যাংকের প্রতিটি কার্যক্রমে সহযোগিতা করার জন্য শেয়ারহোল্ডারবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।

২০তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার বিগত বছরে ব্যাংকিং সেক্টরে বিভিন্ন সমস্যা থাকার পরেও এক্সিম ব্যাংকের অভাবনীয় সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা অগ্রগতির এই ধারা অব্যাহত রাখার জন্য পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

First-hand Microsoft 98-364 Certification Covers All Key Points

Look at each word, as expected, in the three point At the position, I Microsoft 98-364 Certification saw three words. There is Microsoft 98-364 Certification no more words that are more eloquent than Microsoft Database Fundamentals this. He was boring his Microsoft 98-364 Certification head anyway. He likes oysters. Ming http://www.passexamcert.com/98-364.html Cheng smiled bitterly The camel smell is still my father s stinky, 98-364 Certification Microsoft Database 98-364 this is still a problem. Ming Cheng fire, or Zhu Li reached out and hugged him to prevent him from impulsive. An illusion of appearance confuses our eyes.

Provisions of the place arrived in half an hour, Finnish Pai armored vehicles can be less than twenty minutes to be able to. I hold on Microsoft Database 98-364 Microsoft 98-364 Certification to my patience I try to think of some good things My thoughts have been wandering outside For example I think my little shadow Her smile Her little hands Her fragrance Her eloquent I 98-364 Certification think she s everything. But love is love, love Microsoft 98-364 Certification is in the eyes of these buddies.On the concept of love of Finnish buddy I ll go back, or Microsoft Database Fundamentals a little worthy of our thinking and aftertaste. Chen row shouted If this is the battlefield, I shot you Microsoft 98-364 Certification Said there is pull the bolt action, muzzle at me.

Master shaved master hand gently press the head, a palm knife, just listen to the sound of Microsoft 98-364 Certification a laugh, straight from forehead forehead forehead along the cerebellum straight down, smooth and comfortable, invincible, Microsoft 98-364 Certification just as modern large harvesters swept through the thick hair, They leave a neat a width does not like the naked land, hair slag children gather at the knife edge, called neat. Mahjong masters in the 441 trade unions when the officer, by the culture of people monasteries, like the effect of the Tang Dynasty poetic dramas, 98-364 Certification write a small article, privately transferred to his middle school Tu Jia Cheng language Microsoft 98-364 Certification teacher is Microsoft Database Fundamentals Jiacheng sister to ax. vast darkness, all deployment is ready, the lone woman in the waterfront green belt , far to witness a fight, dog Wazi to five to one absolute advantage Microsoft Database 98-364 of rushing to withdraw money Jinwanzi, escort fled money, But it is common rogue fighting, no one knows when midnight.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ