বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এনসিএল টি২০ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

প্রকাশঃ

ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি২০ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশে প্রথমবারের মতো দেশীয় খেলোয়াড়দের নিয়ে এ আয়োজন করতে যাচ্ছে। ২৩ নভেম্বর, শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এনসিএল টি২০ ২০২৪ এর জমকালো লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী, বিসিবি পরিচালক ফাহিম সিনহা, টুর্নামেন্টের গোল্ড স্পন্সর ওয়াল্টন হাই টেক ইন্ডাস্ট্রিজ লিঃ এর সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর আমিনুল ইসলাম খান এবং সিলভার স্পন্সর রিমার্ক-হারল্যান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চলচ্চিত্র তারকা সিয়াম আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা, কাজী মাহদুদ করিম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবীব উল্লাহ্, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশীয় ক্রিকেটারদের জন্য সম্পূর্ণ নতুন এই টি২০ টুর্নামেন্ট প্রতি বছর বিপিএল এর পূর্বে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস এবং টি-স্পোর্ট অ্যাপের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়া ভারতীয় অনলাইন প্ল্যাটফর্ম ফ্যানকোড টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। আগামী ১১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এনসিএল টি২০ টুর্নামেন্টে অংশ নেবে জাতীয় ক্রিকেট লিগের সাত দল ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট ও ঢাকা মেট্রো।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ